বাংলাদেশের ইতিহাসে পুরাতন পত্রিকা গুলোর মধ্যে অন্যতম দৈনিক পত্রিকা হচ্ছে দৈনিক ইত্তেফাক। ২৪শে ডিসেম্বর ১৯৫৩ সালে প্রথম এই পত্রিকাটি মুদ্রিত হয়। প্রথম দিকে পত্রিকাটি সাপ্তাহিক থাকলেও পরবর্তিতে এটি দৈনিক প্রকাশিত হতে থাকে। তাহলে জেনে নেওয়া যাক দৈনিক ইত্তেফাক পত্রিকা সমন্ধে কিছু তথ্য ।
দৈনিক ইত্তেফাক সম্পর্কে কিছু তথ্য
ঐতিহ্যবাহী এই বাংলা পত্রিকাটি মালিক ইত্তেফাক গ্রুপ অফ পাবলিকেশন্স লিমিটেড। প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ইয়ার মোহাম্মদ খান। পত্রিকাটির প্রকাশক মহিবুল আহসান শাওন। বর্তমানে দৈনিক ইত্তেফাক এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন তাসমিমা হোসেন। পত্রিকাটি দৈনিক বাংলা ভাষায় ঢাকা থেকে প্রকাশিত হয়ে থাকে। বর্তমানে প্রিন্ট ও অনলাইন ভার্সন দুটিই সমান জনপ্রিয়তা পেয়েছে।
দৈনিক ইত্তেফাক পত্রিকার আয়োজন
অনলাইন সংস্করন এর আয়োজন
বিশ্ব সংবাদ||সারাদেশ||রাজধানী||বাণিজ্য||বিনোদন||জাতীয়||খেলাধুলা||বিজ্ঞান ও টেক||আদালত||সংস্কৃতি||লাইফস্টাইল||রাজনীতি||প্রবাস||শিক্ষাঙ্গন||পৌরসভা নির্বাচন||ইউপি নির্বাচন||বাজেট ২০১৬-১৭||
প্রিন্ট সংস্করনের আয়োজন
প্রথম পাতা||শেষ পাতা||রাজধানী||সারাদেশ||বিশ্ব সংবাদ||বিনোদন প্রতিদিন||খেলার খবর||আইটি কর্ণার||শিল্প বাণিজ্য||সম্পাদকীয়||উপ-সম্পাদকীয়||দৃষ্টিকোন||আয়োজন||অনুশীলন||তারুণ্যের সমকালীন চিন্তা||
দৈনিক ইত্তেফাকে যোগাযোগের ঠিকানা
প্রকাশিত – ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫
মুদ্রিত- নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২
ট্যাগ সমূহ – daily ittefaq job circular,daily ittefaq archive,jugantor archive