Canvas
Dhaka, Bangladesh
Canvas | Fashion, Beauty Based on Lifestyle Magazine
নারী আজ উপেক্ষণীয় নয়। পরিবারের গন্ডি ছাড়িয়ে সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক- সব দায়িত্ব পালনে যোগ্যতার পরিচয় দিয়ে চলেছেন তাঁরা। মার্চের একটা দিন আনুষ্ঠানিকভাবে নারীর জন্য নির্ধারণ করা হয়েছে বলে কথাটা বলছি না। নারীর ক্ষমতা, প্রতিভা, অবদান আজ সারা পৃথিবীর বাস্তবতা। এটা কোনো জাদুবলে ঘটেনি; বহু বছরের সংগ্রাম, ত্যাগ, ধৈর্য, মেধা ও পরিশ্রমের মধ্য দিয়ে তার এই অর্জন। একে আমরা উদ্যাপন করতে চাই, সে জন্য ৮ মার্চ ‘পারসোনা-স্যাভলন ফ্রিডম আজকের নারী’শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছি।