বাংলাদেশে বহুল আলোচিত সমালোচিত পত্রিকা দৈনিক যায়যায়দিন। দৈনিক যায়যায়দিন বাংলাদেশে প্রথম প্রকাশিত ট্যবলয়েড পত্রিকা। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এই পত্রিকার সম্পাদক বহুল আলোচিত সাংবাদিক সফিক রেহমান। প্রথমে সংবাদপত্রটি সপ্তাহিক থাকলেও তেমন সাড়া না পড়ার নতুন করে ২০০৬সালে আবার দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হতে থাকে। জেনে নিন দৈনিক যায়যায় দিন সম্পর্কে বেশ কিছু তথ্য,
যায়যায়দিন সম্পর্কে কিছু তথ্য
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ৮০ দশকে সাপ্তাহিক যায়যায়দিন এরশাদ বিরোধী আন্দোলনে বেশ বড় ভূমিকা পালন করে। পত্রিকাটির হেড অফিস “যায়যায়দিন মিডিয়াপ্লেক্স” এ অবস্থিত যেটি বাংলাদেশের সব থেকে বিলাসবহুল পত্রিকা অফিস বলে খ্যাত। দৈনিক যায়যায়দিন ব্রডশীটে ছাপা হয়ে থাকে। পত্রিকাটির মালিক যায়যায়দিন প্রকাশনা লিমিটেড। পত্রিকার প্রকাশক শহিদ হুসাইন চৌধুরী। দৈনিক যায়যায়দিন বাংলাদেশে ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইন্স ডে) চালু করতে অনেক বড় ভূমিকা পালন করে। দৈনিক যায়যায়দিন পত্রিকার মূল বাক্য “পাঠকই যার লেখক, লেখকই যার পাঠক”।পত্রিকাটির একটি ই-পেপার ভার্সন ও রয়েছে। নাম ই-যায়যায়দিন।
দৈনিক যায়যায়দিনের কিছু আয়োজন
ঈদ উল ফিতর ,বিশেষ সংখ্যা, বর্ষপূর্তি, বাংলা নববর্ষ বিশেষ সংখ্যা ,স্বাধীনতা দিবস বিশেষ সংখ্যা ,ভাষা দিবস সংখ্যা ২০১৬, ইংরেজি নববর্ষ বিশেষ সংখ্যা, পৌরসভা নির্বাচন-২০১৫, বিজয় দিবস বিশেষ সংখ্যা, ঈদ উল আযহা বিশেষ সংখ্যা,
দৈনিক যায়যায়দিনে নিয়মিত আয়োজন
প্রথম পাতা ,বিদে্ স্বদেশ, অর্থ-বাণিজ্য , মহানগর শেষের পাতা ,খেলাধুলা ,শিক্ষা জগৎ, বিনোদন ,তারার মেলা ,সম্পাদকীয় -উপসম্পাদকীয়