এক সময়ের জনপ্রিয় বাংলা দৈনিক পত্রিকা আমার দেশ পত্রিকা। বাংলাদেশের বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ মোসাদ্দেক আলী ফালু যৌথ অংশীদ্বারিত্বের মালিকানায় ২০০৪ সালে পত্রিকাটি প্রতিষ্ঠা করেন।
আমার দেশ পত্রিকা সম্পর্কে কিছু তথ্য
২০০৮ সালে আলোচিত সম্পাদক মাহমুদুর রহমান পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। তখন থেকেই বেশ জনপ্রিয় এই পত্রিকাটি। ২০১৩ সালে একটি বিতর্কিত প্রতিবেদনের কারনে সরকার এই পত্রিকাটি বন্ধ ঘোষণা করে এবং এর সম্পাদক কে গ্রেফতার করেন। আমার দেশ পত্রিকার অনলাইন ভার্শন এখনো চালু রয়েছে।
দৈনিক আমার দেশ পত্রিকা ব্রডশীটে মুদ্রিত হয়। পত্রিকার মালিক আমার দেশ প্রকাশনা। পত্রিকার প্রতিষ্ঠাতা মোসাদ্দেক আলী ফালু এবং এনায়েতুর রহমান বাপ্পী। প্রকাশক হাসমত আলী। আমার দেশ পত্রিকার দৈনিক প্রচলন ছিলো ২০০,০০০ কপি।
আমার দেশ পত্রিকার ঠিকানা
আমার দেশ প্রকাশনা
৪৪৬/সি-৪৪৬/ডি তেজগাঁও শিল্প এলাকা
ঢাকা
বাংলাদেশ
আমার দেশ পত্রিকার সম্পর্কিত কিছু ট্যাগঃ amar desh potrika,amardeshonline,amardesh potrika,Amardesh,amar desh,amardeshnews