দৈনিক নয়াদিগন্ত বাংলাদেশের প্রথম সারির একটি পত্রিকা। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ২০০৪ সালে। বর্তমানে পত্রিকাটির সম্পাদক আলমগীর মহিউদ্দিন এবং শামসুল হুদা। ৪রঙ্গের এই পত্রিকাটি দৈনিক ২০০,০০০ কপি ছাপা হয়ে থাকে। তাহলে জেনে নেওয়া যাক নয়াদিগন্ত পত্রিকা সম্পর্কে কিছু তথ্য।
নয়াদিগন্ত পত্রিকা সম্পর্কে তথ্য
ঢাকা থেকে প্রকাশিত এই দৈনিক ৪রঙ্গে ব্রডশীটে ছাপা হয়ে থাকে। এই পত্রিকার প্রতিষ্ঠাতা দিগন্ত মিডিয়া করপোরেশন। প্রকাশক শামসুল হুদা সম্পাদক আলমগীর মহিউদ্দীন সহযোগী সম্পাদক মাসুমুর রহমান খলিলী,মীযানুল করীম, গোলাপ মুনির বার্তা সম্পাদক আযম মীর শাহীদুল আহসান। চেয়ারম্যান, এমসি : ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী খান ব্যবস্থাপনা পরিচালক : শিব্বির মাহমুদ। পত্রিকাটি ইসলামী ও জাতীয়তাবদী মনোভাবাপন্ন মতাদর্শে বিশ্বাসী। পত্রিকাটির দৈনিক সার্কুলেশন ২০০,০০০ কপি। দি এশিয়া পোষ্ট দৈনিক নয়া দিগন্তের সহোদর সংবাদপত্র। দৈনিক নয়া দিগন্তের একটি ই ভার্শন ও রয়েছে। এটির নাম ই-নয়াদিগন্ত
নয়াদিগন্ত পত্রিকার আয়োজন
সাপ্তাহিক প্রকাশনা
অবকাশ: এটি দৈনিক নয়া দিগন্তের সাপ্তাহিক ম্যগাজিন, রোববার মূল পত্রিকার সাথে প্রকাশিত হয় অবকাশ। প্রতি সংখ্যায় প্রচ্ছদরচনাসহ নিয়মিত অনিয়মিত বিভাগ থাকে। এর মধ্যে রয়েছে, ‘জীবনের বাঁকে বাঁকে’, ‘ভিন্নপাতা’ ও ‘অব্যাখ্যাত রহস্য’।
থেরাপি (রম্য): দৈনিক নয়া দিগন্তের একটি সাপ্তাহিক রঙ্গ ম্যগাজিন, প্রতি বুধবার মূল পত্রিকার প্রকাশিত হয় থেরাপি। প্রতিটি সংখ্যায় প্রচ্ছদরচনাসহ নিয়মিত অনিয়মিত অনেকগুলো বিভাগ ও রঙ্গ কার্টুন থাকে।
সাতরং (লাইফ স্টাইল), এটির বিভাগীয় সম্পাদক সাবিরা সুলতানা।
মাসিক প্রকাশনা
অন্য এক দিগন্ত, কারেন্ট দিগন্ত (শিক্ষা, ক্যারিয়ার ও সাধারণ জ্ঞান বিষয়ক)
ট্যাগঃ naya diganta potrika,daily naya diganta potrika,NAYA DIGANTA,nayadiganta,daily naya diganta,Www nayadiganto com